নূর হোসেনের পৈত্রিক ভিটায় তার স্মৃতি রক্ষার দাবি স্বজনদের
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯, ০৫:৫৪
পিরোজপুর: রোববার ( ১০ নভেম্বর) ছিল শহীদ নূর হোসেন দিবস। গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামের এক প্রতীক নূর হোসেন। কিন্তু নূর হেসেনের পৈত্রিক ভিটা রক্ষার উদ্যোগ নাই কারো। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরশাসনের বিরুদ্ধে মুক্তিকামী মানুষ ঝাঁপিয়ে পড়েন। সেই সংগ্রামের এক নিবেদিত কর্মী হিসেবে নূর হোসেন ছিলেন প্রতিবাদি যুবক। তিনি জীবন্ত পোস্টার হয়ে ঢাকার রাজপথে নেমে এসেছিলেন।