আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এ উত্তাল দিনে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় গুলির আঘাতে বুক ঝাঁঝরা হয় নূর হোসেনের। দেশের গণতন্ত্রের জন্য দিনটি অবিস্মরণীয়। তাই নূর হোসেনকে স্মরণীয় করে রাখতে তার বাবার ভিটায় স্মৃতিস্তম্ভের প্রত্যাশা করছেন স্বজন ও স্থানীয়রা।