জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। বর্তমানে দেশটির দৈনিক উত্তোলন ৩০ লাখ ব্যারেল। তবে দেশটি জ্বালানি উপকূলের নতুন নতুন তেলক্ষেত্র থেকে উত্তোলন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে দেশটি তাদের দৈনিক জ্বালানি তেলের উত্তোলন ৭০ লাখ ব্যারেলে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন ব্রাজিলের খনি ও জ্বালানি বিষয়কমন্ত্রী বেন্তো আলবুকির্কি। তবে তা ঠিক কবে শুরু হবে, সেটির কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি। খবর অয়েল প্রাইস ডটকম ও রয়টার্স।