সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেনাকাটার ধারণা ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বব্যাপী ফেসবুকসহ এসব মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা চলছে। এবার ফেসবুকের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপেও অনলাইন কেনাকাটার ফিচার যুক্ত হয়েছে। নতুন ফিচারের ক্যাটাগরিতে অনলাইন স্টার্টআপগুলো পণ্যের ছবি ও দাম উল্লেখ করে পণ্য বিক্রির সুবিধা পাবে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএন।