মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৬ জনকে কুপিয়ে জখম

মানবজমিন প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিরোধের জেরে ৬ জনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের গোড়াকী গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে সংবাদ লেখা পর্যন্ত এ ঘটনায় একজনকে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। হামলায় সত্তরঞ্জন চৌধুরী, উত্তম চৌধুরী ও তার স্ত্রী অঞ্জনা চৌধুরী, বিমান চৌধুরী ও তার স্ত্রী বাসন্তী চৌধুরী, সুভাষ চৌধুরী নামের ছয়জন আহত হয়েছেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় সত্তরঞ্জন, সুভাষ ও উত্তম চৌধুরীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জগন্নাথ ঘোষ। আহতদের পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ সত্তরঞ্জন চৌধুরী গংদের সঙ্গে কৃষ্ণ সরকার গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কোর্টে মামলা হলে বিবদমান জমিতে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু ১৪৪ ধারা জারিকে অমান্য করে শুক্রবার সকালে পরিকল্পিতভাবে কৃষ্ণ সরকার ও তার পরিবার এবং ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জমি দখল করতে গেলে তাতে বাধা দেন তারা। এরপরই কৃষ্ণ সরকার গংদের লোকজন চাপাতি, দা ও শাবল দিয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান মির্জাপুর থানার এসআই দয়াল চন্দ্র সরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us