ব্যালন ডি’অর পুরস্কারে আফ্রিকান খেলোয়াড়রা এখনো তাদের যোগ্যতার স্বীকৃতি পান না বলে দাবি করলেন ক্যামেরুন কিংবদন্তি স্যামুয়েল এতো। এএফপিকে দেয়া বিশেষ সাক্ষাত্কারে তিনি একথা বলেন। তবে তার আশা, এবার তার নিজের মহাদেশের কেউ ব্যালন ডি’অর জিতে নেবেন। বলা বাহুল্য, আফ্রিকা মহাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ১৯৯৫ সালে ব্যালন ডি’অর পুরস্কার জয়ের গৌরব দেখান পিএসজি ও এসি মিলানের সাবেক ফরোয়ার্ড জর্জ উইয়াহ, যিনি বর্তমানে লাইবেরিয়ার প্রেসিডেন্ট।