তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইসলামিক স্টেটের সাবেক নেতা আবু বকর আল বাগদাদির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাগদাদির বোনকে আটক করেছে। খবর বিবিসি। তুর্কি রাজধানী আঙ্কারায় এরদোগান বলেন, প্রথমবারের মতো বাগদাদির আটক স্ত্রীকে প্রকাশ্যে আনা হবে। এ ছাড়া তুরস্কের হাতে নিহত বাগদাদির শ্যালকও আটক রয়েছে। এরদোগান আরও বলেন, যুক্তরাষ্ট্র বলছেÑ বাগদাদি একটি সুড়ঙ্গের ভেতর আত্মহত্যা করেছে। তারা এ নিয়ে ব্যাপক প্রচার চালাচ্ছে। কিন্তু আমি প্রথমবারের মতো ঘোষণা দিচ্ছিÑ আমরা তার (বাগদাদি)…