প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারায়ণ চন্দ্র বর্মা বলেছেন, দেশে প্রতি বছর ২০ লাখ কর্মপ্রত্যাশী যুবক ও যুব মহিলা কর্মবাজারে প্রবেশ করছে। কিন্তু তাদের সবার কাজ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে কর্মপ্রত্যাশীরা এখন ওভারসিস মার্কেটের দিকে কর্মসংস্থান নিয়ে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে।