ভোমরায় চার মাসে ফল আমদানিতে রাজস্ব কমেছে ৪৪ কোটি টাকা
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৯, ০২:০১
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় ফল আমদানি কমে গেছে। গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় চলতি অর্থবছরের (২০১৯-২০) একই সময় ফল আমদানি অন্তত ৩০ শতাংশ কমে যাওয়ায় কমেছে রাজস্ব আহরণও। সংশ্লিষ্টরা বলছেন, অসম প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে ভোমরা স্থলবন্দর ব্যবহার করে ফল আমদানি কমে যাওয়ায় এমনটা হয়েছে।