বিষয়টি হলো স্থানীয় স্বশাসন। এর সঙ্গে জনগণের ক্ষমতায়নের প্রসঙ্গটি সরাসরিভাবে সম্পর্কিত। এ বিষয়টি নিয়ে আলোচনা তখনই কিছুটা সামনে আসে যখন স্থানীয় সংস্থাগুলোর নির্বাচন কার্যক্রম শুরু হয়ে যায়। বামপন্থিরা এই ইস্যু নিয়ে তখন বেশ সরব হন। তাদের বক্তব্যকে সমর্থন করলেও অনেকে তার সঙ্গে সমালোচনা জুড়ে দিয়ে বলেন, কেবল স্থানীয় নির্বাচন ঘোষণা হওয়ার পর কেন এই ইস্যুটি নিয়ে তারা কথা বলেন? আগে থেকে বলেন না কেন? বামপন্থিরা শুধু ‘রি-অ্যাক্ট’ করে, ‘অ্যাক্ট’ করে না কেন? এ সমালোচনা মেনে নিয়েই স্থানীয় স্বশাসিত সংস্থার প্রকৃত…