বোরহানউদ্দিনের ঘটনায় এবার ছাত্রদল সভাপতির ভাই গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৯, ১২:০৬

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজে শনাক্ত করে স্বপন আলম নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বপন উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আলম সবুজের ভাই। ওই দিন তার নেতৃত্বেই হামলা হয়েছিলো বলে জানায় পুলিশ।শনিবার রাত ১০টার দিকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক।তিনি বলেন, বোরহানউদ্দিন পৌর এলাকার ২নং ওয়ার্ডের মৃত জুবায়ের মাস্টারের ছেলে স্বপন ওই দিন হামলার নেতৃত্বে ছিলেন। ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে।এর আগে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার হন বিএনপি কর্মী মো. আরিফ হাওলাদার, মো. সজিব ও আলামিন (২৫)।এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন ফেসবুক আইডির বিপ্লব চন্দ্র শুভ, হ্যাকিংয়ে অভিযুক্ত মো. ঈমন ও রাফসান ইসলাম শরীফ ওরফে শাকিল। এ নিয়ে বোরহানউদ্দিনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে সাতজন।বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামে একটি আইডি থেকে ধর্মীয় কটূক্তি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।২০শে অক্টোবর এর প্রতিবাদ সমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়।এ ঘটনায় পুলিশ অজ্ঞাত ৪-৫ হাজার জনতাকে আসামি করে মামলা দায়ের করেন। তবে ভিডিও ফুটেজ হামলাকারীদের নেতৃত্বে দিতে দেখা যায় ৪০-৫০ জনকে। এদেরকে চিহ্নিত করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us