জাতীয় চার নেতা হত্যা: ৪৪ বছর পরও খুনিরা ধরাছোঁয়ার বাইরে
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৯, ১১:৩১
জেলখানার ভেতর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল ৪৪ বছর আগে। কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন খুনিরা। জেলহত্যা মামলা নামে পরিচিত এই মামলার বিচারিক প্রক্রিয়ায় বিচারের তিনটি ধাপ পার হলেও দণ্ডিত ১১ আসামির সবাই পলাতক আছেন, যাঁদের তিনজন মৃত্যুদণ্ড ও আটজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তাঁদের মধ্যে ছয়জন বঙ্গবন্ধু হত্যা মামলায়ও দণ্ডপ্রাপ্ত।