বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ প্রবীণ। ২০৫০ সালে প্রায় ৪ কোটি এবং ২০৬১ সালে প্রায় সাড়ে ৫ কোটি। ২০৫০ সালের দিকে এদেশের ২০ শতাংশ নাগরিক হবেন প্রবীণ এবং শিশু জনসংখ্যা হবে ১৯ শতাংশ। প্রবীণ বা বৃদ্ধ বয়স মানব জীবনের শেষ ধাপ। মানুষ জীবনের শিশু কৈশোর ও যৌবনকাল পার করে বার্ধক্যে আসে। অর্থাত্ তারা প্রবীণে পরিণত হয়। বৃদ্ধ বা প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যার দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ড। ৯৬টি দেশের তালিকার সবচেয়ে নিচে আছে আফগানিস্তান। ভারতের অবস্থা ৭১, আর বাংলাদেশের ৬৭।