আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নদীর মিল রয়েছে। নদী যেমন কারণে-অকারণে ভাঙে, বিশেষত বাংলাদেশের বামপন্থি দলগুলোও তেমনই ভাঙনপ্রবণ। কথায় কথায় ভাঙে বললেও অত্যুক্তি হয় না। বলা বাহুল্য, ভাঙনে নদীর ক্ষতি বৈ লাভ হয় না।