দ্রুত অংক কষে ফেলা মানেই কি গণিতে ভালো?

বণিক বার্তা প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৯, ০১:২৩

গণিত ভাবনা ১১: জ্যোত্স্নায় তবু সে দেখিল কোন ভূত? ঘুম কেন ভেঙে গেল তার? গণিত ভাবনা নিয়ে পর্বগুলো লেখা শুরুর পরে ফেসবুকে পোস্টের আকারে তা প্রকাশ শুরু করেছিলাম। পাঠকের কাছ থেকে এ নিয়ে অনেক প্রশংসাসূচক মন্তব্য পেয়েছি। তবে যে প্রসঙ্গ বারবার ঘুরেফিরে এসেছে, তা হলো গণিতভীতির কথা। অনেকেই মন্তব্য করেছেন, লেখাগুলো পড়ে গণিত বিষয়ে আগ্রহ বাড়ছে, গণিতভীতি কমে যাচ্ছে। এ রকম মন্তব্য আমার জন্য ছিল আনন্দের ও অনুপ্রেরণার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us