এই তো বছর তিরিশ আগের কথা। রাজশাহী শহরে তখনো পাড়া পেরোলেই বিশাল বড় মাঠের দেখা মিলত। বিকেল হলেই সেখানে নেমে পড়তেন তরুণ, শিশু, বয়স্করা। তরুণ আর শিশুদের ব্যস্ততা খেলাধুলায়, বয়স্ক কেউ নীরবে হাঁটতে গিয়ে রোমন্থন করতেন ফেলে আসা তারুণ্যের স্মৃতি। কিন্তু সেই শহর এখন কংক্রিটের স্তূপ, যার প্রভাব পড়ছে মনের ওপরেও।
সেকালে রাজশাহী আর একালের রাজশাহী শহর নিয়ে তুলনা করতে গিয়ে কথাগুলো বলছিলেন নগরীর সাহেব বাজার...