২৫শে অক্টোবর অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে বিজয়ী সদস্যরা গতকাল দুপুর ১টায় এফডিসি’র জহির রায়হান ভিআইপি প্রকেজকশন মিলনায়তনে শপথ নেন। প্রথমে প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথ বাক্য পাঠ করান। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, আমি চেষ্টা করেছি সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে। সাংবাদিক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা কড়া নিয়মের কারণে কষ্ট পেয়েছেন। আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমি সুন্দর পরিবেশে নির্বাচন পরিচালনা করেছি। সেজন্য কিছু নিয়মনীতি ছিল। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার পেছনে সভাপতি পদে নির্বাচন করা মৌসুমীর ভূমিকা রয়েছে বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, সভাপতি পদে মৌসুমী নির্বাচন করেছেন বলে নির্বাচন এতটা জাঁকজমকপূর্ণ হয়েছে। এরপর মিশা সওদাগর অন্যান্য নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, সোহেল রানা, নির্মাতা সোহানুর রহমান সোহান, প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক রশিদুল আমিন হলিসহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে। ১৮ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে ৩ জন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তারা হলেন আলীরাজ, আফজাল শরীফ ও নায়ক ইমন। পরবর্তীতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তাদের শপথ পাঠ করাবেন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত প্রত্যেক সদস্যকে ফুল দিয়ে বরণ করেন মিশা সওদাগর ও জায়েদ খান। এরপর তারা নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন ও আপিল বিভাগের সদস্যের ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন। এবারের নির্বাচনে মৌসুমী, ইলিয়াস কোবরাসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে মিশা সওদাগর-জায়েদ খানের পুরো প্যানেল জয়লাভ করে।