প্রায়ই তার মৃত্যুর খবর শোনা যেত এবং বিষয়টি অতিরঞ্জিত করা হতো। এবার তেমন হয়নি। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে সিরিয়ায় নিহত হয়েছেন ইসলামিক স্টেটের (আইএস) প্রতিষ্ঠাতা ও শীর্ষনেতা আবু বকর আল বাগদাদি। তিনি জীবিত না মৃত তা নিয়ে এতদিন বেশ বিতর্ক ছিল। বাগদাদি, যার প্রকৃত নাম ইব্রাহিম আওদাদ ইব্রাহি আলি আল বদ্রি। গত ৫ বছরে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। তিনি বিদ্রোহ ও আগ্রাসনের মাধ্যমে ইরাকে সাম্রাজ্যবাদী যুগের সূচনা করেছিলেন। তার মৃত্যুর মধ্য দিয়ে সেই সংক্ষিপ্ত ইতিহাসের গতিপথ পরিবর্তন হলো।