ইয়াসিন আরাফাত : কুকুরকে সাদা-কালো রং করে পান্ডা ছানার মতো রূপ দেয়ায় চীনের দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশের চেঙ্গডুতে ‘কিউট পেট গেমস ক্যাফে’ নামে এক পোষা প্রাণির দোকানের মালিকের বিরূদ্ধে সোশ্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। দোকানের ভিতরে থাকা সেই কুকুরদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতেই ঘটে এই বিপত্তি। এইসময় নেটিজোনদের অভিযোগ, এভাবে কৃত্রিম রং লাগালে ওই …