ম্যাচ ফি বাড়লো প্রথম শ্রেণির ক্রিকেটে

মানবজমিন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯, ০০:০০

নানা দাবিতে ক’দিন আগে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ক্রিকেটাররা। তাদের ১৩টি দাবির মধ্যে একটি ছিল ম্যাচ ফি, যাতায়াত ও দৈনিক ভাতা বৃদ্ধি। ক্রিটোরদের দাবি ছিল প্রথম শ্রেণির ম্যাচ ফি ১ লাখ টাকা। এ ছাড়া যাতায়াতে বিমান ভাড়ার দাবি জানিয়েছিলেন তারা। ক্রিকেটারদের চাহিদা অনুসারে না হলেও প্রথম স্তরে ৭১ শতাংশ ও দ্বিতীয় স্তরে ১০০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় বিসিবি। এখন প্রথম স্তরে ৩৫ হাজার টাকার বদলে ক্রিকেটারদের ম্যাচ ফি দাঁড়িয়েছে সর্বোচ্চ ৬০ হাজার টাকা। দ্বিতীয় স্তরে ২৫ হাজার টাকার বদলে তা এখন ৫০ হাজার টাকা। দুই স্তরেই যাতায়াত ভাতা বেড়েছে এক হাজার করে। বিমান বা অন্য কোনো মাধ্যমের জন্য তা এক হাজার বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩ হাজার টাকায়। অন্যান্য সময় বিমানে চলাচলের সুযোগ সুবিধা থাকছে। ডেইলি অ্যালাওয়েন্সও বেড়েছে উল্লেখযোগ্য হারে। দেড় হাজার টাকার বদলে তা বেড়ে দাঁড়িয়েছে আড়াই হাজার টাকায়। অন্যান্য সুযোগ সুবিধাও বেড়েছে ক্রিকেটারদের। এখন থেকে হোটেল ও ভেন্যুর যাতায়াতে ক্রিকেটারদের দেয়া হবে এসি বাস সার্ভিস। থাকা ও ম্যাচ ডেতে খাওয়ার ক্ষেত্রে অর্থের পরিমাণও বাড়িয়েছে বিসিবি। থাকার ক্ষেত্রে বেড়েছে ৮০ শতাংশ আর খাবারের ক্ষেত্রে তা এখন ৮৫ শতাংশ বেড়েছে। বর্ধিত এই পরিমাণ কার্যকর হয়েছে জাতীয় লীগের চলমান আসরের প্রথম রাউন্ড থেকে। এখন চলছে লীগের তৃতীয় রাউন্ডের খেলা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us