দীপাবলি কি? এই প্রশ্নের জবার খুব কম শব্দেই দেয়া যায়, ‘প্রদীপের সমষ্টি’। ভারতজুড়ে প্রতিবছরই বেশ জাঁকালোভাবে পালন করা হয় এই উৎসব। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরস অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়।