কয়েক দিন আগে একটি ইংরেজি দৈনিকে জনৈক ওয়াসি আহমেদ আবাদি জমির প্রকৃত উপাত্তের গুরুত্বের ওপর একটি নিবন্ধ লেখেন। তিনি দেখিয়েছেন ১৯৮৩-৮৪ সালের কৃষি শুমারিতে চাষযোগ্য জমির পরিমাণ পাওয়া যায় ৯ দশমিক ২ মিলিয়ন হেক্টর; আবার ১৯৯৬ সালে সেটা নেমে যায় ৮ দশমিক ২ মিলিয়ন হেক্টরে।