বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) এক ক্ষমতাধর মানুষের নাম খালেদ মাহমুদ সুজন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য। আছেন বিসিবির টিম ম্যানেজমেন্টেও, তিনি আবাহনী ও ঢাকা ডায়নামাইটসের কোচ। আবার জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেন। একাই এতগুলো পদের ধারক ও বাহক। এবার পাপনের ধমকের মুখে পড়লেন এই ক্ষমতাধর পরিচালক। খালেদ মাহমুদ নিজেই ম্যানেজার, আবার নিজেই বোর্ড সদস্য। তাই জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন নিয়ে এক ধরনের নৈতিকতার বিষয়টি জড়িত তাকে ঘিরে। সাধারণত জাতীয় দলের যেকোনো সিরিজ বা টুর্নামেন্টের পর পারফরম্যান্সের মূল্যায়নের রিপোর্ট জমা দিতে হয় ম্যানেজারকে। খেলা শেষে বোর্ডের কাছে এ জবাবদিহিতা আবশ্যক।