'ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটও মানসম্পন্ন শিক্ষা দিতে পারছে না'
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ১৯:৪৭
গবেষণাসহ বিশ্বের উন্নত দেশের উচ্চশিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষাদানের সুযোগ না থাকায় দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাংকিংয়ে স্থান করে নিতে পারছে না বলে মন্তব্য করেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্রাক বিশ্ববিদ্যালয়ও মানসম্পন্ন শিক্ষা দিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।