জার্মানির ঐতিহাসিক বার্লিন প্রাচীর পতনের পর পেরিয়ে গেছে ৩০টি বছর। জার্মানিকে বিভক্ত করে রাখা কংক্রিটের সেই শক্ত প্রাচীর ভেঙেছে অনেক দিন, তবে এখনো আবিষ্কৃত হয়নি টাইম ট্রাভেল মেশিন। তবু ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে জার্মানির একটি প্রতিষ্ঠান ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই দেয়াল কৃত্রিমভাবে দর্শনার্থীদের দেখানোর ব্যবস্থা করেছে।