মানুষের হাতে এখন সময় কোথায়? কেউ দিনরাত ছুটছে আবার কেউ সারাক্ষণ বসে বসে কাজ করে চলেছে। হরহামেশা শরীরের ওপর দিয়ে যাচ্ছে ধকল। অনেক সময় লাগছে আঘাত। তাতে ব্যথা বাড়ছে। চেয়ারে বসে দীর্ঘ সময় কাজ করা থেকেও হচ্ছে কোমরব্যথা, ঘাড়ব্যথা।
আবার বয়সের কারণে হচ্ছে হাঁটুব্যথা। ব্যথার অনেক ওষুধ আছে বাজারে, কিন্তু তাতে সমস্যা সৃষ্টি হয় লিভারে ও কিডনিতে। ওষুধবিহীন ব্যথা নিরাময়ের জন্য সারা বিশ্বেই বিজ্ঞানীরা...