৮০০০ বছরের পুরনো একটি মুক্তার খোঁজ মিলল আবু ধাবিতে। এটিই বিশ্বের প্রাচীনতম মুক্তা বলে দাবি করছেন প্রত্নতত্ত্ববিদরা। নিওলিথিক যুগের এই মুক্তাটি প্রাচীন ইরাকের সভ্যতা মেসোপটেমিয়া থেকে আবু ধাবিতে অন্যান্য দ্রব্যের বিনিময়ে নিয়ে আসা হয় বলে মনে করছেন ঐতিহাসিকরা। আরব আমরশাহীর মারাওয়া দ্বীপে প্রত্নতাত্ত্বিক