স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনের কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার নয় নেতাকে কারাদণ্ড দেওয়াকে কেন্দ্র করে সোমবার (১৪ অক্টোবর) কাতালোনিয়ায় বিক্ষোভ শুরু করেন স্বাধীনতাকামী কাতালানরা। শুক্রবার (১৮ অক্টোবর) বিক্ষোভের পঞ্চম দিনে শাস্তির প্রতিবাদ জানাতে কাতালোনিয়ার পতাকা হাতে রাস্তায় নেমে কেন্দ্রীয় বার্সেলোনা অবরোধ করেছেন প্রায় আধা লাখ মানুষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে।