কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক অন্তত ১৫ হাজার বছরের। প্রাণিটির বিশেষ ক্ষমতা রয়েছে মানুষের ‘ভাষা’ বোঝার, নানা অঙ্গভঙ্গি বুঝে সেভাবে কাজ করার। বর্তমানে এক গবেষণায় উঠে এসেছেÑ কুকুর শুধু মানুষের ভালো বন্ধুই হয় না, দীর্ঘায়ুর জন্যও ভূমিকা রাখে। একাকিত্ব ও উদ্বেগ হ্রাসের পাশাপাশি এ চারপেয়ে তার মালিককে মানসিক স্বস্তি দেয়। আর নতুন তথ্য বলছে, মানুষের শারীরিক স্বাস্থ্যের জন্যও ইতিবাচক ভূমিকা রাখে কুকুর। সম্প্রতি ‘সার্কুলেশন : কার্ডিওভাসকুলার কোয়ালিটি অ্যান্ড আউটকামস’ সাময়িকীতে এ বিষয়ে গবেষণা নিবন্ধ প্রকাশ হয়েছে। ৩৮ লাখ রোগীর তথ্য বিশ্লেষণ…