গত বছরের ১৮ অক্টোবর সকালে অগণিত ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান জনপ্রিয় ব্যান্ড তারকা শিল্পী আইয়ুব বাচ্চু। সেই বাচ্চুর স্মৃতি রক্ষার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরে ‘আইয়ুব বাচ্চু কর্নার’ হওয়ার কথা ছিলÑ যেখানে থাকার কথা ছিল নব্বই দশক থেকে কোটি তরুণের হৃদয়ে ঝড় তোলা বাচ্চুর ব্যবহৃত ৬০টি গিটার। বছর ঘুরে সেই বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হলো। অথচ এখনো ঝুলে আছে বীর চট্টলার কৃতী সন্তানের নামে ‘আইয়ুব বাচ্চু কর্নার’। এতে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের বাচ্চু প্রেমিক একাধিক শিক্ষক-শিক্ষার্থী। জানা যায়,…