ঝিনাইদহে গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে ঘর হস্তান্তর

মানবজমিন প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে সরকারের গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কলমনখালী গ্রামের বিসমিল্লাহ গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। গতকার বিকালে গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে ঘর হস্তান্তর করেন খুলনা বিভাগীয় অতিরিক্তি বিভাগীয় কমিশনার (সার্বিক) হাবিবুল হক খান। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রশিদ, সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিআরডিবির উপ-পরিচালক সৈয়দ আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক আলী জোয়ার্দ্দার, সাবেক চেয়ারম্যান ফয়েজউল্লাহ ফয়েজসহ এলাকার  সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, সরকারের গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় এ এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঘরগুলো বিতরণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণ করতে খরচ হয়েছে দেড় লাখ টাকা। যদিও টিনের বেড়া ও টিনের তৈরি চালা ঘর দেয়ার কথা ছিল সেখানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সার্বিক প্রচেষ্টা ও সদর উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় ইটের তৈরি পাকা দেয়াল ও রঙ্গিন টিনের চালা দিয়ে বাড়ি তৈরি করা সম্ভব হয়েছে।পাকা ঘর পেয়ে আনন্দিত ওই গ্রামের বাসিন্দারা। এদের মাঝে অনেকেই আবার আবেগে আপ্লুত হয়ে জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us