কেন্দ্রীয় মন্ত্রী জ্য়াকেট, গাড়িতে কালি ছেটানো হল পটনায়
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯, ১৬:১৮
এ দিন মন্ত্রীর জ্যাকেট ও গাড়িতে কালি ছিটনোর ঘটনায় জড়িত রয়েছেন প্রাক্তন বিধায়ক পাপ্পু যাদবের দল ‘জন অধিকার পার্টি’র সমর্থকরা। আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে এই ঘটনাকে ‘জনগণ ও গণতন্ত্র’-এর উপর আঘাত বলে নিন্দা করেছেন।