পুলিশি বাধায় আবরারের বাড়িতে যেতে পারেনি বিএনপির প্রতিনিধিদল

মানবজমিন প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

হত্যাকাণ্ডের শিকার বুয়েট ছাত্র আবরার ফাহাদের বাড়িতে যাওয়ার সময় বিএনপির প্রতিনিধিদলকে বাধা দিয়েছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে লালন শাহ সেতুর (ভেড়ামারা অংশের) টোল প্লাজা থেকে ফেরত পাঠানো হয় বিএনপি নেতাদের। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আল বেরুনি, ভেড়ামার থানার ওসি (তদন্ত) আব্দুল আলীমসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জানা যায়, আমান উল্লাহ আমানের গাড়ি বেলা সাড়ে ১১টার দিকে লালন শাহ সেতুর ভেড়ামারা টোল প্লাজায় পৌঁছায়। সেখান থেকে দুপুর ১২টার দিকে পুলিশের বাধায় গাড়িটি পুনরায় ঢাকার অভিমুখে ফিরে যায়। এ সময় বিএনপি নেতারা বলেন, ‘কুষ্টিয়া লালন শাহ সেতুতে পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমরা জাতিকে জানাতে চাই আবরার জাতির সম্পদ।’ উপস্থিত সাংবাদিকদের আমান উল্লাহ আমান বলেন ‘কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ করতে আমরা এসেছি। আমরা জেলা বিএনপির কার্যালয় এবং আবরাবের বাড়িতে যাবো। তার বাবা-মার সঙ্গে কথা বলবো। দেশনেত্রী খালেদা জিয়া আমাদের পাঠিয়েছেন। কিন্তু সেখানে যেতে না দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে, সংবিধানকে অমান্য করা হচ্ছে।’ এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমি, সাধারণ সম্পাদক সোহবার উদ্দিন প্রমুখ। এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আল বেরুনি জানান, তার নিজের নিরাপত্তা জনিত কারণে আমান উল্লাহ আমানকে ফিরিয়ে দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us