বাংলাদেশে বছর বছর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসই না হওয়াকে। যদিও প্রতিবছরই বন্যায় ভেঙ্গে যাওয়া বাঁধ নির্মাণে চলে ব্যাপক কর্মযজ্ঞ। আগামী ১৩ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসকে সামনে রেখে বিবিসির তাফসীর বাবু গাইবান্ধা জেলা ঘুরে বোঝার চেষ্টা করেছেন, কেন বারবার ভাঙ্গনের শিকার হচ্ছে বাঁধগুলো?