বাংলার ভাবুক ও মরমি কবি লালন সাঁইয়ের মৃত্যুদিন ১৬ অক্টোবর। এই সময়ে লালন ও তাঁর দর্শন কতটা প্রাসঙ্গিক? আমাদের সামনে এখন অসহিষ্ণু এক বাস্তবতা। ক্রমাগত বাড়ছে ভেদবিভেদ আর উত্তেজনার আগুন। এখনো আমরা পাহাড়ি-বাঙালি, বাঙালি-বাংলাদেশি, মুসলিম-অমুসলিম ইত্যাদি পরিচয়ের পারস্পরিক দোলাচলে অস্থির। এই সময়ে দাঁড়িয়েই আবার অপরএর ভিন্নমতকেও আর সহ্য করতে পারছি না আমরা। বাস্তবতা যখন এমন,...