তিস্তা নদীর পানি তথা ভারতের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের মনোযন্ত্রণা বেড়েই চলেছে এবং সেটা শুধু রাষ্ট্রিক-রাজনৈতিক পর্যায়েই নয় বা শুধু তিস্তাপারের লোকজনের মধ্যেই নয়, তা বাংলাদেশের সর্ব শ্রেণির মানুষের মধ্যে তিস্তা নিয়ে ভারতের দ্বিমুখী আচরণের কারণে এ দেশের শিক্ষিত শ্রেণির মধ্যে যে ভারতবিরোধী তিক্ত মনোভাব ক্রমেই বেড়ে চলেছে, এটা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন উপলব্ধি করে কি না এবং সেই সূত্রে ভারতীয় আমলাতন্ত্র, রাজনৈতিক রাষ্ট্রযন্ত্র অনুভব করে কি না, তা আমার নিশ্চিত জানা নেই।