শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। প্রতিবছর অত্যন্ত আনন্দঘন পরিবেশে এ উৎসব পালিত হয়। আজ শুভ বিজয়াতে বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। দেবী দুর্গার পূজা মানেই অশুভ শক্তির প্রতীক অসুরের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়। সে জন্য চিরসুন্দর কল্যাণময়ী মাতৃরূপের সঙ্গে অসহায় ও নিপীড়িতের আশ্রয়ও তিনি।