ব্যাবিলন প্রাচীন পৃথিবীর সবচেয়ে ঐশ্বর্যবান আর সম্পদশালী শহর ছিল। প্রায় চার হাজার বছর আগে ইউফ্রেতিসের তীরে থাকা এই ব্যাবিলনের শূন্যোদ্যান, দুর্ভেদ্য প্রাচীর, প্রশস্ত রাস্তা, অপরূপ উপাসনালয়ের সঙ্গে সেখানকার বাসিন্দারাও তখনকার পৃথিবীর সবচেয়ে বিত্তবান লোক ছিল। এই ব্যাবিলনেরই ধনী উট ব্যবসায়ী ডাবাসির একসময় সিরিয়ায় ক্রীতদাস ছিল। এর আগে ব্যাবিলনে সে লাগামহীন অর্থব্যয়ের কারণে ঋণে জর্জরিত হয়ে পড়ায়...