ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিস সহকারীকেও আটক করা হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।