আমাদের অর্থনীতির প্রাণ হচ্ছে গ্রাম। গ্রামীণ অর্থনীতির ভিত মজবুত না হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে না। আমাদের দেশের মোট জনসংখ্যার ৩১ শতাংশ লোক শহরে বাস করে বাকি ৬৯ শতাংশ লোকই গ্রামে বাস করে। বৃহৎ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন না হলে সামগ্রিক উন্নয়ন হবে না। গ্রাম-শহর সমানভাবে উন্নত হলেই কেবল দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। যে সকল দেশ উন্নত সমৃদ্ধিশালী হয়েছে তাদের ভিত্তি ছিল শক্তিশালী গ্রামীণ অর্থনীতি। এসব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণই মুখ্য ভূমিকা পালন করে।