চট্টগ্রামে হয়ে গেল প্রথম অডিশন রাউন্ড

মানবজমিন প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৯, ০০:০০

বাংলা লোকসংগীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে আবার শুরু হয়েছে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’।  বাংলাদেশের সবচেয়ে বড় এ ফোক রিয়েলিটি শো এর এবারের আসরে রেজিস্ট্রেশন করেছেন সারা দেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। প্রতিযোগিতার প্রথম অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়ে গেল ৪ঠা অক্টোবর চট্টগ্রামের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে। দিনভর অসংখ্য প্রতিযোগীর গান শুনে বিচারকার্য করেছেন বিচারক হিসেবে ঢাকা থেকে অণিমা মুক্তি গোমেজ, আজাদ দেওয়ান মুক্তি, স্বপ্না রায়, খগেন্দ্রনাথ ঠাকুর। আর চট্টগ্রাম থেকে কল্যাণী ঘোষ ও আবদুর রহিম। সকল প্রতিযোগীর গান-সুর, তাল-লয়, উপস্থাপন, ভঙ্গিমা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে বিচারকরা অডিশন রাউন্ড থেকে ঢাকা আসার ম্যাজিক কার্ড প্রদান করেন তিনজন শিল্পীকে। এরা হলেন প্রসান্ত দাস, নয়নশীল এবং বিধান দাস। বর্ণাঢ্য এই আয়োজন, তারকা শিল্পীদের অংশগ্রহণ আর প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতিটি পর্ব দেখতে চোখ রাখতে হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। উল্লেখ্য, বিজয়ী প্রতিযোগীরা দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পীদের সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর মঞ্চে গাওয়ার সুযোগ পাবেন। ‘ম্যাজিক বাউলিয়ানা’র আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরো জানতে ভিজিট করতে হবে এ আয়োজনের ওয়েবসাইট (িি.িসধমরপনধঁষরধহধ.পড়স.নফ) অথবা ফোন করতে হবে টোলফ্রি নম্বর ০৮০০০৮৮৮০০০-তে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us