পার্শ্ববর্তী দেশ ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়া ইকোনমিক সামিটের সমাপনী অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার বিদ্যমান ভূরাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় চার দফা প্রস্তাব দিয়েছেন। প্রথম দফায় তিনি সমাজের প্রত্যেক ব্যক্তির জন্য শান্তি, স্থিতিশীলতা ও সৌহার্দ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাওয়ার কথা বলেছেন। সংখ্যাগুরু ও সংখ্যালঘুর মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।