ছোটবেলায় ষাটের দশকের দিকে প্রায় বছরে চৈত্রসংক্রান্তিতে পাবনা জেলাধীন কাজীরহাটের কাছে অনুষ্ঠিত ‘খাঁপুরা মেলায়’ যেতাম। তখন থেকেই খেয়াল করতাম সেখানকার জুয়া খেলা। দেখতাম পরিচিত ও অপরিচিত লোকসহ বন্ধুবান্ধব জুয়ার কোর্টের ঘরে ঘরে দুই আনা বা চার আনা ধরছে। আর মাঝখানে একটি ছোট ঢেঁকি ঘুরিয়ে দেয়া হতো এবং যার ঘরে ঢেঁকির মাথা থামত, সেই হতো ভাগ্যবান।