আগামী বছর মহালয়ার এক মাস পরে দুর্গাপূজা

মানবজমিন প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০

আগামী বছর অর্থাৎ ২০২০ সালে মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপূজা হবে। ফলে আশ্বিন মাসে দেবী দুর্গার মর্ত্যে আসা হচ্ছে না। তিনি আসবেন কার্তিকে। আগামী বছর মহালয়া ১৭ই সেপ্টেম্বর। পঞ্জিকা মতে, আগামী বছর দুটো অমাবস্যা একই মাসে পড়ায় আশ্বিন মাস মল মাস হিসেবে চিহ্নিত। বাংলা সালের প্রথম ৬ মাসের মধ্যে যে মাসে দুটি অমাবস্যা হবে সেটিই মল মাস। এই মল মাসে কোনো শুভ কার্য্য করা হয় না বলে বিধান রয়েছে। ফলে পূজা পিছিয়ে কার্তিক মাসে হবে। ষষ্ঠী পড়েছে মহালয়ার ৩৫ দিন পর, ২২শে অক্টোবর। মহালয়ার সঙ্গে দেবীর বোধনের সময়ের তফাৎ ছিল এক মাসেরও বেশি সময়। পঞ্জিকা মতে, আগামী বছর কালীপূজা হবে মহালয়ার দুই মাস পরে। সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা একাডেমির অধ্যক্ষ জয়নমশ কুশারী বলেছেন, মল মাসে কোনো শুভ কাজ করা যায় না। লিপ-ইয়ার যেমন চার বছর অন্তর ফিরে আসে, তেমনি প্রতি ২ বছর ৩ মাস থেকে ২ বছর ৯ মাসের মধ্যে মল মাস ফিরে আসে। এতে কোনো অস্বাভাবিকতা নেই। এমনটা এর আগে ১৯৮২ সালে এবং ২০০১ সালেও হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us