যে প্রয়োজন মেটানো ও চাহিদা পূরণের জন্য আশির দশকে চালু হয়েছিল ঢাকা বিমানবন্দর, সেই বাংলাদেশ গত চার দশকে অনেক বদলে গেছে। স্থাপত্য ও স্থান ব্যবস্থাপনার দিক থেকে দেখলে ‘আন্তর্জাতিক’ হওয়ার কোনো যোগ্যতা নেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। বাংলাদেশের মতো একটি দ্রুত উন্নয়নশীল দেশ বা অভিবাসনপ্রবণ জাতির জন্য যে ধরনের বিমানবন্দর অপরিহার্য, তার ধারেকাছেও নেই ঢাকা। সেবার নিম্নমানের কারণে অসন্তুষ্টি বাড়ছে।