বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল ও নিম্ন-মধ্যম আয়ের দেশ। এ দেশের এক-তৃতীয়াংশই যুবসম্প্রদায়। সে অনুসারে দেশে এখন ৫ কোটির বেশি যুবক-যুবতী রয়েছেন। ৩৫ বছর বয়স পর্যন্ত হিসাবে যুবক-যুবতীর সংখ্যা প্রায় ১১ কোটি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসম্প্রদায়ের ভূমিকা সবচেয়ে বেশি।