চ্যানেল আইয়ের দুই দশক পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

মানবজমিন প্রকাশিত: ০১ অক্টোবর ২০১৯, ০০:০০

চ্যানেল আই পথচলার ২১ বছরে যাত্রা শুরু করেছে আজ। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য নানা অনুষ্ঠানের। গতকাল দিবাগত রাত ১২টা ০১ মিনিটে চ্যানেল আই পরিবারের সদস্যরা বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে ২১ বছরে পথচলার প্রথম প্রহরের কেক কাটেন। এর পরপরই জন্মদিন উপলক্ষে প্রচার শুরু হয় বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ পর্ব। কেক কাটার পর প্রচার হয় ‘আজকের সংবাদপত্র’, রাত ১টায় প্রচার হয় ‘তৃতীয় মাত্রা’। যেটি আজ সকাল ৯টা ৪৫ মিনিটে আবার প্রচার করা হবে। এদিকে আজ সকাল ৭টা ৩০ মিনিট থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু সরাসরি’। সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মেলা ‘চ্যানেল আই গর্বের ২১ বছরে’। প্রযোজনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী পরিবেশিত হবে প্রবীণ ও নবীন শিল্পীদের পাশাপাশি চ্যানেল আইয়ের বিভিন্ন রিয়েলিটি শো’র শিল্পীদের পরিবেশনায় গান ও নাচ। আরো রয়েছে নৃত্যনাট্য, আবৃত্তিসহ বর্ষপূর্তির নানা আয়োজন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেখানো হবে বিশ্বব্যাপী অনুষ্ঠিত জন্মদিনের বিভিন্ন কর্মসূচি এবং দর্শকদের শুভেচ্ছা বার্তা নিয়ে অনুষ্ঠান ‘আমার চ্যানেল আই’। সন্ধ্যা ৭টায় চ্যানেল আই প্রাঙ্গণে একই মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আতশবাজির মধ্য দিয়ে শেষ হবে চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণের অনুষ্ঠানমালা। এরপর রাত ১০টায় প্রচার হবে রাজু আলীমের পরিচালনায় ‘মহাকাশে বাংলাদেশ’। এছাড়া জন্মদিন উপলক্ষে এরই মধ্যে প্রচার হয়েছে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় ৩ পর্বের ধারাবাহিক গানের অনুষ্ঠান ‘সোনালি সুরের স্মৃতিময় গান’, আবদুর রহমানের পরিচালনায় তিন পর্বের ‘চিত্রালী’ ও চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘ষোল বছরে ষোলআনা’, ইফতেখার মুনীমের পরিচালনায় ‘চ্যানেল আই সেরাদের গল্প’ এবং পুনম প্রিয়ামের উপস্থাপনায় ‘আড্ডায় আড্ডায় ২১ বছরে’ সহ নানা অনুষ্ঠান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us