ইতিহাসে প্রথম ব্ল্যাক হোলে নক্ষত্র পতনের দৃশ্য ধারণ

মানবজমিন প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

এ ধরনের একটি দৃশ্য ধারণ করা অসম্ভব না হলেও বেশ কঠিন। কিন্তু মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেটিকে সম্ভব করেছে। কৃত্রিম উপগ্রহ ও রবোটিক টেলিস্কোপের একটি নেটওয়ার্ক ব্যবহার করে সংস্থাটি একটি নক্ষত্রের ব্ল্যাক হোলে পতনের দৃশ্য ধারণ করেছে। কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলে নক্ষত্রের মৃত্যু অতি স্বাভাবিক ঘটনা হলেও সে মুহূর্ত ধারণ করা মানব ইতিহাসে এটিই প্রথম। সুপারম্যাসিভ ওই ব্ল্যাক হোলটি আমাদের সূর্য্য থেকে অন্তত ৬০ লাখ গুণ বেশি ভরের। এটি পৃথিবী থেকে ৩৭৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। ব্ল্যাক হোলটি তার গ্যালাক্সির একদম কেন্দ্রে অবস্থিত। যেই নক্ষত্রটিকে গ্রাস করে ওই ব্ল্যাক হোলটি সেটির আকৃতি আমাদের সূর্য্যের সমান। যখন একটি নক্ষত্র ব্ল্যাক হোলের খুব কাছাকাছি পৌঁছে যায় তখন এটিকে শোষণ করে নিতে থাকে ব্ল্যাক হোল। গবেষক দল ৪২ দিন ধরে পর্যবেক্ষণ করে ওই মুহূর্তটি ধারণ করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us