পানি যদি পৃথিবীতে দুস্প্রাপ্য হয়ে যায় তাহলে প্রাণের অস্তিত্ব কল্পনা করাও কঠিন হবে। মূলত মিঠা পানি আর লোনা পানির সমন্বয়েই পানির জগৎ। পৃথিবীর মধ্যে তিন ভাগ জল আর এক ভাগ স্থল। অর্থাৎ স্থল ভাগের চেয়ে তিনগুণ এলাকা জুড়েই আছে পানি। তবুও মানুষের জীবন-জীবিকার জন্য প্রয়োজনীয় পানির বড়ই সংকট।