ঘটনার ৮ বছর অতিবাহিত হওয়ার পরও কোনোভাবে খোঁজ মিলছে না সেই উত্তম বড়ুয়ার। অথচ এ উত্তম বড়ুয়ার ফেসবুকেই শেয়ার করা হয়েছিল একটি বির্তকিত ছবি।